নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়িয়েছে জেলা প্রশাসন। নতুন সময় অনুযায়ী ৩০ জানুয়ারি পর্যন্ত লাইসেন্স নবায়ন করা যাবে।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখের এক বিজ্ঞপ্তিতে এ সময়সীমা বাড়িয়েছে। এতে বলা হয়, রাজশাহীতে আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ এর ৩১ (ক) অনুচ্ছেদে বর্ণিত লাইসেন্স নবায়নের সময়সীমা শুধুমাত্র ২০২৫ সালের লাইসেন্স নবায়নের জন্য বাড়ানো হয়েছে। জেলা প্রশাসক আফিয়া আখতার স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু ২০২৫ সালের লাইসেন্স নবায়নের জন্য এ সময়সীমা বাড়ানো হয়েছে। আগ্নেয়াস্ত্ররে লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা, ২০১৬ অনুযায়ী প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে লাইসেন্স নবায়ন করার বাধ্যবাধকতা রয়েছে।
এ নীতিমালা অনুযায়ী নাগরিকত্ব, বয়স, আয়কর দেওয়াসহ বেশ কিছু শর্ত পূরণের পর জেলা প্রশাসক বিভিন্ন অস্ত্রের (পিস্তল, রিভলবার, শটগান ইত্যাদি) লাইসেন্স দিয়ে থাকেন। উল্লেখ্য, পিস্তল-রিভলবারের লাইসেন্সের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্রও লাগে।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০