রাজশাহী মহানগরীতে মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে নগরজুড়ে জলাবদ্ধতা হয়। এতে বিপাকে পড়েন পথচারীরা। ভারি বৃষ্টি হলেই জলাবদ্ধতা নতুন নয় কিন্ত বর্তমানে নগরের বিভিন্ন সড়কে ফ্লাইওভার নির্মাণ কাজ চলমান থাকায় এ জলাবদ্ধতা বেড়েছে কয়েকগুণ। সেই সাথে নগরের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া পথচারীরা মারাত্মক বিপাকে পড়েন।
জানা গেছে, চলতি সপ্তাহের শুরুর দিক থেকে প্রচণ্ড ভ্যাপসা গরম পড়ছে। এতে মানুষ নাজেহাল অবস্থার মধ্যে আছেন। তবে প্রায় দিনই কোনো না কোনো সময়ে আকাশে মেঘ সৃষ্টি হলেও বৃষ্টি নামেনি। মাঝে মাঝে দুই/এক ফোটা বৃষ্টি হয়েছে। এতে গরমের পরিমাণ আরো বেড়ে যায়। এদিকে, গত শনিবার (২৯ জুন) রাত থেকেই রাজশাহীর আকাশ মেঘলা ছিল। রাতে হালকা বৃষ্টি হলে আবহাওয়া কিছুটা ঠাণ্ডা হয়ে যায়।
আজ রোববার সকাল থেকেই রাজশাহীর আকাশ মেঘলা ছিল। আকাশ মেঘলা থাকার কারণে আবহাওয়া শীতল ছিল। দুপুর ঘনিয়ে আসার সাথে সাথেই ঘন কালো মেঘের সৃষ্টি হয়। বিকেল ৩টা নাগাদ বৃষ্টি শুরু হয়। শুরু থেকেই ভারি বৃষ্টি হয়। বৃষ্টির পানি রাস্তায় জড়ো হতে থাকে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই রাস্তায় জলাবদ্ধতা শুরু হয়। বৃষ্টির সময় বাড়তে থাকার এক পর্যায়ে রাস্তা-ঘাট ডুবে যায়।
সাড়ে ৪টার দিকে বৃষ্টি থেমে গেলেও রাস্তার জলাবদ্ধতা না কাটায় সমস্যার মধ্যে পড়েন পথচারীরা। অনেক পথচারীকেই ড্রেনেজ ব্যবস্থা নিয়ে নানান ধরণের অভিযোগ করতে শোনা যায়। বৃষ্টি হওয়ার আগে থেকেই ফ্লাইওভার নির্মাণ কাজের জন্য নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ থাকায় ভোগান্তির মধ্যে পড়ছেন মানুষ। রাস্তা ভালো না থাকায় রিক্সাওয়ালারা সেই সুযোগকে কাজে লাগিয়ে যাত্রীদের কাছ থেকে ভাড়ায় আদায় করছেন বেশি। এ নিয়ে যাত্রীদের পক্ষ থেকে অভিযোগের শেষ নেই।
সরজমিনে নগরের বিভিন্ন সড়ক ঘুরে জলাবদ্ধতার চিত্র দেখা গেছে। জলাবদ্ধতায় মানুষ ভালোভাবে যাতায়াত করতে না পেরে ভোগান্তির মধ্যে পড়েন। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রাস্তায় জলাবদ্ধতা ছিল।
তবে সচেতন নাগরিকরা বলছেন, পানি নিস্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা ঠিক রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। বৃষ্টির পরিমাণ জানতে রাজশাহী আবহাওয়া অফিসে কল দেওয়া হলেও পাওয়া যায়নি।
বিএ...
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০