নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় ও চারঘাট উপপজেলায় র্যাব-৫ এর পৃথক অভিযানে ফেন্সিডিল ও বিয়ারসহ চার জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহী জেলার চারঘাট থানাধীন গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী পুঠিয়া থানার বানেশ্বরর পূর্বপাড়া এলাকার জিয়াউর রহমানের ছেলে আসাদুল ইসলাম বিজয় (১৮), চকমোক্তারপুর গ্রামের মজিবরের ছেলে সুজন আলী (২৮) ও গোবিন্দপুর গ্রামের আবুল কালামের ছেলে রাকিবুল হাসান (২৪) কে ১০২ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এ সময় ১ টি মোটরসাইকেলসহ
আটক করা হয়। আসামীগণদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে, অপর একটি অভিযানে রাজশাহী মহানগর রাজপাড়া থানাধীন সিপাহীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কাটাখালি থানার শ্যামপুর আজিজুলের মোড় এলাকার আব্দুল মালেকের ছেলে শহিদুল ইসলাম @ বাবু (৩০) কে ২০ ক্যান (৬.৬ লিটার) বিয়ারসহ আটক করা হয়। এ সময় ১ টি অটোরিক্সাসহ আটক করা হয়। আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগর রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু দায়ের করা হয়েছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০