রাজশাহীতে বিসিএস পরীক্ষা সুষ্ঠভাবে অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৯:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০১৭, ৭:১৮ পি.এম
রাজশাহীতে বিসিএস পরীক্ষা সুষ্ঠভাবে অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি :
শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৮টি বিভাগীয় শহরে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২ হাজার ২৪টি পদের বিপরীতে ৩ লাখ ৪৬ হাজার ৪৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। রাজশাহী বিভাগে ২৯টি কেন্দ্রে ৩০ হাজার ৭৬০ জন প্রার্থী, যার মধ্যে ৬১ জন ইংরেজি মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করে।
বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সুষ্ঠভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা পরিচালনা করেন পিএসসির সদস্য সমর চন্দ্র পাল। রাজশাহী জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০