নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে বিসিএস ক্যাডার অফিসার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত একটি রেস্টুরেন্টের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজশাহী ডিভিশনাল ক্যারিয়ার ফোরাম এসব অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে। জনগণ যাতে তাদের কাছে যেতে স্বাচ্ছন্দবোধ করেন। খারাপ আচরণ করলে
তারা মনে কষ্ট পায়। দেশের সব মানুষকে আপন মনে করে বাংলাদেশের কল্যানে সবাইকে কাজ করতে হবে। রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. সাইদুর রহমান খান, বগুড়া জেলা যুগ্ম জজ শাহাদৎ হোসেন, বাংলাদেশ সচিবালয়ের কেবিনেট ডিভিশনের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন রাজশাহী ডিভিশনাল
ক্যারিয়ার ফোরামের আহবায়ক ও রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল। অনুষ্ঠানে ৩৭তম বিসিএস এ চূড়ান্তভাবে উর্ত্তীণ হওয়া ক্যাডারদের এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম হওয়া শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। শেষে মেয়র খায়রুজ্জামান লিটনসহ অন্যান্য অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০