রাজশাহী জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আজ রাজশাহীতে বিশ্ব দুগ্ধ দিবস ২০২১ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপনে সকালে কালেক্টরেট চত্বরে এক বর্ণাঢ্য র্যালি ও র্যালি উত্তর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার প্রধান প্রতিপাদ্য ছিল ‘প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন’। আলোচনা অনুষ্ঠানে রাজশাহী জেলা
প্রশাসক আব্দুল জলিল প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাঃ ইসমাইল হকের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বিশেষ অতিথির বক্তৃতা করেন। অন্যান্যের মধ্যে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তাগণ বলেন, আমাদের প্রতিদিন কমপক্ষে ২৫০ গ্রাম দুধ খাওয়া প্রয়োজন। সরকার দেশে দুধের উৎপাদন বৃদ্ধি এবং দুগ্ধ খামারিদের সমস্যা সমাধানে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০