নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইমতিয়াজ (২৭) নামের এক ছাত্রলীগ নেতা ছুরিকাঘাতে আহত হয়েছেন। আহতবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ছাত্রলীগ নেতা রাজশাহীর দুর্গাপুর সদরের আকবরের ছেলে ও রাবির বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী
মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রফিকুল ইসলাম আহত ছাত্রলীগ নেতা ইমতিয়াজের বরাত দিয়ে জানান, রোববার রাতে ছাত্রলীগ নেতা ইমতিয়াজকে গলায় ছুরি দিয়ে আঘাত করে। এতে তিনি আহত হয়ে পড়লে তাকে উদ্ধার করে রাত পৌনে ৯টার দিকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তবে কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে সে সম্পর্কে কিছু জানাননি তিনি।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০