নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ব্রাজিল-আর্জেটিনার সমর্থকদের মধ্যে মারামারিতে তিনজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত হলেন, আর্জেটিনা সমর্থক নোবেল ও ব্রাজিলের দু’জন সমর্থক। আহত নোবেল নগরীর হোসনিগঞ্জ এলাকার বেলালের ছেলে।
জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে বিশ্বকাপের ফুটবল খেলা নিয়ে ফায়ার সার্ভিস মোড়ে ব্রাজিল ও আর্জেটিনার সমর্থকদের মধ্যে বাকবিত-া হয়। একপর্যায়ে ব্রাজিল সমর্থক আওলীয়া, সিপলু রাকিব ও সোহেল এবং নোবেলদের মধ্যে হাতাহাতি হয়।
প্রতিপক্ষের মারধরে আহত হয়ে পড়লে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ব্রাজিল সমর্থক আওলীয়া, সিপলু রাকিব ও সোহেল আহত হয়। এদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ ব্রাজিল সমর্থককে আটক করে। নোবেল আটক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আমান উল্লাহ বলেন, দুই পক্ষের দু’জনকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০