নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে পুঠিয়া থানা পুলিশের উদ্যোগে পিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিশেষ আইন শৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, বিপিএম, পিপিএম। সভাপতিত্ব করেন, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম। বিশেষ অতিথি
ছিলেন, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ওলিউজ্জামান, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) আবুল কালাম সাহিদ। এতে স্থানীয় নেতৃবৃন্দ, সাধারণ জনগণ ও কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যগণ অংশগ্রহণ করেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০