নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কলেজ ছাত্র জয় (২৬) এর বিরুদ্ধে। ঘটনার পর ওই ছাত্রী বিয়ের দাবি জানালে কলেজ ছাত্র জয় বিয়েতে অস্বীকৃতি জানায়। এরপর স্কুল ছাত্রী নিজ বাড়িতে বিষপান করে । পরিবারের লোকজন জানতে পেরে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাতে তার মৃত্যু হয় জয়। রাজশাহী কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র।
ওই স্কুলছাত্রীর চাচার খায়রুল ইসলাম ওরফে ওয়াদুদ খায়ের অভিযোগ করে জানান, গত এক বছর আগে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বালিয়াঘাটি পাগলাপাড়া এলাকার কলেজ ছাত্র জয়ের সাথে তার ভাতিজির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে তার ভাতিজি প্রতি রাতে মোবাইল ফোনে তার প্রেমিকের সাথে কথা বলত। চলতি মাসের ১৬ ফেব্রুয়ারি সকালে জয় তার ভাতিজিকে নিয়ে পুঠিয়ার বানেশ্বরে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর কোন এক জায়গায় নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে। এরপর তার ভাতিজি জয় কে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু জয় তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এই ঘটনার পর ঐদিন দুপুর দুইটার দিকে তার ভাতিজি নিজ বাড়িতে বিষপান করে। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে তৎক্ষণাৎ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
প্রথমে ৩৮ নং ওয়ার্ড এবং পরে তাকে ২০ নম্বরে স্থানান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত আটটার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর পর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়। বর্তমানে লাশ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আসামি করে চারঘাট থানায় একটি মামলা করা হবে। স্কুল ছাত্রীর চাচা আরো জানায়, তার ভাতিজি বিষ খাওয়ার কারণ জানতে চাইলে মৃত্যুর আগে সে তার বাবা-মাকে জানায়, পুঠিয়ার বানেশ্বরের কলেজ ছাত্র জয় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে থাকে ধর্ষণ করেছে। বিয়ে না করতে চায় সে বিষ খেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়।
এ বিষয়ে চারঘাট থানার অফিসার ইনচার্জ ওসি সুমিত কুমার কুন্ডু সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, থানায় অভিযোগ পেলে আইন অনুযায়ী তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনো কেউ থানায় অভিযোগ করেনি।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০