নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের ৮ জেলায় ২৪ ঘন্টায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন করে কারো মৃত্যু হয়নি। বিভাগে মোট ২৪ হাজার ৫১৭ জনের করোনা শনাক্ত হয়েছে ও মৃত্যু হয়েছে ৩৬৬ জনের। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৮২২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৩৫৭ জন, বাঘা উপজেলায় ১৮৪ জন, চারঘাট উপজেলায় ১৭৭ জন, পুঠিয়া উপজেলায় ১৫১ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪০ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩৩২ জন ও গোদাগাড়ীতে ১৫৪ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৬৫ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। গত দিনের তুলনায় এদিন বেশি করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৪ হাজার ৫১৭ জনে। শনাক্তের মধ্যে ২২ হাজার ২১৪ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৮২২ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮১৭ জন, নওগাঁ ১৫৪২ জন, নাটোর ১১৯৪ জন, জয়পুরহাট ১৩০৫ জন, বগুড়া জেলায় ৯ হাজার ৬০৮ জন, সিরাজগঞ্জ ২৬১৫ জন ও পাবনা জেলায় ১৬১০ জন। মৃত্যু হওয়া ৩৬৬ জনের মধ্যে রাজশাহী ৫৪ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৫ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২২৪ জন, সিরাজগঞ্জ ১৭ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৪ হাজার ৩৩৫ জন।
এস/আর।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০