নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাজারামপুর অচিন পাড়া এলাকার মোত্তাতাজুল ইসলামের ছেলে ট্রাক ড্রাইভার শফিকুল ইসলাম (৪০), শিবগঞ্জ থানার তেররশিয়া
গ্রামের মোতালেব হোসেনের ছেলে আখতারুজ্জামান ওরফে শাহীন (২৩) ও একই থানার কয়লার দিয়ে নামের গোলাম মোস্তফার ছেলে মশিউর রহমান সোহান (২৪)। মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে রাজশাহী মহানরীর কাশিয়াডাঙ্গা থানাধীন রহমান ফিলিং ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা মোর এলাকায় অভিযান চালিয়ে একটি মিনি ট্রাক থেকে ৬৩১ ফেনসিডিলসহ তিন ব্যবসায়ীকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান হয়।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০