নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে বিদেশি পিস্তল গুলি ও ম্যাগজিনসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, বোয়ালিয়া থানার হেতেমখাঁ ছোট মসজিদ এলাকার মৃত কুদরত আলীর ছেলে রায়হান পাপ্পু (২৬) ও মোঃ জানা @ জনি (৩০) ও মধ্য নওদাপাড়া এলাকার সোহরাবের ছেলে আশরাফুল ইসলাম জনি (২৮)।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম কুদ্দুস জানান, বোয়ালিয়া মডেল থানার এক এসআই সঙ্গীয় ফোর্সসহ বোয়ালিয়া মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে রাত পৌনে দুটার দিকে একটি বিদেশী পিস্তল ম্যাগজিন ও গুলিসহ ৩ যুবককে আটক করে।আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০