রাজশাহীর বাঘায় ১টি বিদেশী পিস্তলসহ মোঃ মতিউর রহমান (২৫) নামে একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ একটি দল।
বুধবার (১ ডিসেম্বর) রাত সোয়া ১২টায় বাঘা থানাধীন বড়হাবাশপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ হতে বিদেশী পিস্তল ১টি, ম্যাগজিন ১টি, গুলি-২টি, মোবাইল-১টি, ও সীমকার্ড ১টি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রাজশাহী জেলার বাঘা থানাধীন মীরগঞ্জ ভানুকর গ্রামের মৃত মাদারের ছেলে মোঃ মতিউর রহমান।
অভিযান পরিচালনা করেন কোম্পানী কমান্ডার মেজর মোঃ নাজমুস শাকিব এর নেতৃত্বে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০