নিজস্ব প্রতিবেদক :
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে বিএসটিআই’র অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বিএসটিআই ও রাজশাহী জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। গতকাল বুধবার রাজশাহী মহানগরী ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় পৃথক ২টি সার্ভিল্যান্স অভিযান ও ১টি মোবাইল কোর্ট চালানো হয় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য পরিবেশন করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আরো তিনটি প্রতিষ্ঠানকে মামলা দেওয়া হয়েছে।রাজশাহী মহানগরীর সেলিম হোটেল এন্ড রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর
পরিবেশে খাবার তৈরির দায়ে ৩ হাজার ৫০০ টাকা এবং সাহেব বাজারের রিপন খেজুরের দোকান দেড় হাজার টাকা জরিমানা করা হয়। নওগাঁর মহাদেবপুরের রুপালী বেকারীকে লাইসেন্সবিহীন পণ্য বিক্রি করার দায়ে মামলা দেওয়া হয়েছে। এ ছাড়া নগরীর এয়ারাপোর্ট থানার বারইপাড়া এলাকার এফএম আটো রাইস মিলের বিরুদ্ধে এবং মোড়কের সনদ না থাকায় বারইপাড়া উজ্জল এন্টার প্রাইজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০