নিজস্ব প্রতিবেদক :
সংসদ নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার রাজশাহীর ৪ ও ৫ নং ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারণা করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু। তিনি নেতাকর্মীদের নিয়ে অত্র ওয়ার্ডের ভেড়িপাড়ার মোড় গণসংযোগ শুরু করেন। তিনি অত্র ওয়ার্ডের প্রতিটি পাড়া, মহল্লায় গণসংযোগ করেন। এ সময়ে পাড়া মহল্লার জনগণ ও ব্যবসায়ীরা মিনুকে শুভেচ্ছা জানান। জনগণ রাস্তার পাশে, বাড়ির ছাদে, বারান্দায় ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে বেড়িয়ে এসে মিনুকে স্বাগত জানান। এসময়ে হাজার হাজার লোক নেতার সাথে প্রচার মিছিলে যোগ দেন। তারা বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষে ধানের শীষে ভোট প্রদানের জন্য স্লোগান দিতে থাকেন। এসময়ে অত্র এলাকায় মিছিলের নগরীতে পরিণত হয়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জনগণ ধানের শীষের পক্ষে স্লোগান দিতে থাকে। মিনু রাস্তার দাঁড়িয়ে থাকা জনগণ ও ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় অন্তে বেগশ খালেদা জিয়ার মুক্তির জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেন। গণসংযোগের প্রাক্কালে মিনু বলেন, এই সরকার নিজের পাঁতানো
ফাঁদে নিজেই পা দিয়েছে এবং নিজের খুঁড়ে রাখা গর্তে নিজেই পড়ে গেছে। এখন আর উঠে দাঁড়াতে পারবেনা। তারা একের পর এক বিএনপি, ২০ জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সম্পূর্ণ হিংসা পরায়ন হয়ে পুলিশকে দিয়ে অবৈধভাবে গ্রেফতার করছে। ধারনর শীষের প্রার্থীদেও অবৈধভাবে কোর্টেও মাধ্যমে অযোগ্য ঘোষনা করছে। এছাড়াও সরকারী দলের ক্যাডার ও সন্ত্রাসীরা ধানের শীষের প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ, পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলা অব্যাহত রেখেছে। আর তাদের সহায়তা করছে বিশেষ এলাকার কিছু পুলিশ কর্মকর্তা। অত্যাচার ও নির্যাতন করে তাদের শেষ রক্ষা হবেনা বলে বক্তৃতায় উল্লেখ করেন মিনু।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি শওকত আলী, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, রাজপাড়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ পিন্টু, মহানগর যুবদেলর সাবেক সভাপতি ও বিএনপি নেতা ওয়ালিুউল হক রানা, ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শহীদ আলম, ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ
সম্পাদক রবিক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ওয়াজির আলী, ৬ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আতাউর রহমান, ৪নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, বিএনপি নেতা সাবু, আলাল, ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি জাহিদ হাসান লিটন, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রবীন বিএনপি নেতা হাসিবুর রহমান টামু, মোখলেসুর রহমান খোকন, রাজপাড়া জিয়া পরিষদের সভাপতি আলহাজ¦ আয়েজ উদ্দিন আহম্মেদ, সাবেক প্রধান শিক্ষক কোরবান আলী, সামসুল আলম, আলহাজ¦ নাসির উদ্দিন, ৫নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি রফিকুল আলম,
যুগ্ম সম্পাদক প্রভাষক আব্দুল ওদুদ, জেলা যুবদলের সহ-সভাপতি শাহিন, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকোল, মহাগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু, হাফিজুর রহমান আপেল, রাজপাড়া থানা যুবদলের সাবেক সভাপতি শাহানুর ইসলাম মিঠু, যুবনেতা পুতুল, মহিলা দলের যুগ্ম আহবায়ক সখিনা খাতুন, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি ও যুগ্ম সাধারণ সম্পাদক নাহিনসহ মহানগর ও অত্র ওয়ার্ড দুইটির বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারগণ উপস্থিত ছিলেন।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০