নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী-২ সদর আসনের অন্নদা সুন্দরী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে বিএনপি-আ’লীগ সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে নারীসহ তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর সপুরা এলাকার অন্নদা সুন্দরী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে অন্নদা সুন্দরী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিএনপির সমর্থকরা ভোটারদের সিরিয়াল নম্বর বের করে দেয়ার জন্য বসে ছিল । এ সময় নৌকা প্রতিকের সমর্থকেরা মিছিল নিয়ে আসছিল। সিরিয়ালে দাড়িয়ে থাকা ভোটারদের সাথে ধাক্কা লাগলে নৌকার সমর্থকেরা আশে পাশের লোকজনদের মারধর শুরু করে। এতে বিএনপির সমর্থকেরা বাধা দিতে গেলে আ’লীগের সমর্থকেরা তাদের চেয়ার টেবিল ভাংচুর করে ও মারধর করে। এতে বিএনপি সমর্থক জনি ও তার ভাই সনি এবং একজন নারী ভোটারসহ অন্তত পাঁচ জন আহত হয়। এদের মধ্যে জনি ও সনিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু ঘটনাস্থলে গেছেন।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০