নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। সোমবার রাতে রাজশাহী জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপুর কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।
মোস্তফা হোসেন বিএনপির গোদাগাড়ী উপজেলার সাধারণ সম্পাদক ও মোহনপুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পদত্যাগের বিষয়ে তিনি বলেন, ‘আমার শারীরিক অবস্থা ভালো না, চেয়ারম্যানের দায়িত্ব পালন করে জনগণের সেবা করে যেতে চাই। দলীয় পদে থেকে উন্নয়ন সম্ভব হবে না। তাই বিএনপি থেকে পদত্যাগ করলাম।’
এ প্রসঙ্গে রাজশাহী জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপু বলেন, ‘গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা হোসেনের পদত্যাগপত্র আমার কাছে এসে পৌঁছায়নি। আসলে তখন বিষয়টি নিয়ে কথা বলবো।’
খবর ২৪ঘণ্টা/ জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০