নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে নগর বিএনপির সহ-সভাপতিসহ ১৭ নেতাকর্মীকে বিনা পরোয়ানায় আটকের অভিযোগ করেছে বিএনপি। গতকাল শনিবার নগর বিএনপির দপ্তর সম্পাদক নাজমুল হক ডিকেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাজশাহী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন রাজশাহী-২ সদর আসনে বিএনপির প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ওয়ালীউল হক রানা। অভিযোগে জানানো হয়, ২৭শে ডিসেম্বর মধ্যরাতে নগর ডিবি পুলিশ ২০ নং ওয়ার্ডের বিএনপি নেতা রকি, ৪নং ওয়ার্ডের বিএনপি নেতা হাবিবুর রহমান, ১১নং ওয়ার্ডের যুবদল নেতা রাকিব, আরিফ, ২৪নং ওয়ার্ডের বিএনপি নেতা মঞ্জুর আলী, বোষপাড়া বিএনপি নেতা কাজল-কে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করা হয়। ২৮শে ডিসেম্বর দুপুরে রাজপাড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ পিন্টু, ছাত্রদল নেতা সাদী, জুয়েল, রায়হান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহ সভাপতি
দোলেয়ার হোসেন-কে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করা হয়। গতকাল ২৮ ডিসেম্বর গভীর রাতে অভিযান চালিয়ে ডিবি পুলিশ, মহানগর বিএনপির সহ সভাপতি মকবুল হোসেন, মহানগর যুবদল নেতা কোর্ট হড়গ্রাম এলাকার আবু আহম্মেদ লাল্টু, নগরীর গৌরহাঙ্গার বাসিন্দা বিএনপি নেতা সেন্টু, ১২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, ২৪ নং ওয়ার্ডের বাসিন্দা মহানগর ছাত্রদলের সহ সভাপতি রেজা, একই ওয়ার্ডের বিএনপি নেতা মোসলেম-কে বিনা ওয়ারেন্টে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী কাজ করার জন্য গ্রেফতার করা হয়। এছাড়া আরো অভিযোগ করা হয়, নগরীর প্রত্যেক ওয়ার্ডে নৌকার সমর্থকরা বাড়ি
বাড়ি গিয়ে সাধারণ ভোটার সহ বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করছে। প্রত্যেকটি মহল্লায় বিএনপি নেতা, কর্মী, সমর্থকদের গণগ্রেফতার, হয়রানি, তল্লাশীসহ পক্ষপাততুষ্ট আচরণ সহ্য সীমা লঙ্ঘন করেছে। গত ২৭শে ডিসেম্বর মধ্যরাত থেকে আজ অবধি ধানের শীষ প্রতীকের নগরীর প্রায় ৯০ ভাগ পোষ্টার, ফেস্টুন, ব্যানার খুলে এবং ছিড়ে ফেলেছে নৌকা সমর্থকরা। অভিযোগ আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার আহবান জানানো হয়েছে বিএনপির প্রধান নির্বাচনী এজেন্টের পক্ষ থেকে।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০