নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগ বিএনপির কালো পতাকা মিছিল থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর ভুবনমোহন পার্ক সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে বোয়ালিয়া থানা পুলিশ।আটককৃতরা হলো, ছাত্রদলের কর্মী জিন্নাহ, পাপ্পু, সিয়াম ও ইব্রাহিম। এ তথ্য নিশ্চিত করে সিনিয়র সহকারী কমিশনার একরামুল হক জানান ৪ জনকে আটক করা হয়েছে তবে তাঁরা বিএনপি ছাত্রদল নেতা-কর্মী কি না তা জানি না এবং এখনো তাদের নাম জিজ্ঞেস করা হয়নি পরে খোঁজ খবর নেওয়া হবে। উল্লেখ্য, বিএনপির কালো পতাকা মিছিলে যাওয়ার পথে পুলিশ তাদের আটক করে।
খবর ২৪ ঘন্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০