নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের পাশের রাস্তায় আনুষ্ঠানিকভাবে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ শুরু হয়েছে। দুপুর আড়াইটার দিকে পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়।
সমাবেশে রাসিকের সাবেক মেয়র ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে তিনিসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ বিমানযোগে রাজশাহীতে পৌঁছেন।
বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মাদ্রাসা মাঠের আশেপাশে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনসভায় ইতিমধ্যে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে
স্লোগান দিতে দিতে সমাবেশে যোগ দিচ্ছেন। নেতাকর্মীদের অভিযোগ, পুলিশ পথে পথে তাদের সমাবেশে আসতে বাধা দিচ্ছে। বাস সকাল থেকেই বন্ধ রয়েছে। শনিবার রাতে ২২ শর্তে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয় পুলিশ। অনুমতি পাওয়ার পর থেকেই তারা মাঠ প্রস্তুতের কাজ শুরু করে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০