নিজস্ব প্রতিবেদক :
আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কর্মতৎপরতা বৃদ্ধির লক্ষে শনিবার বিকেলে ৫নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। নগরীর মহিষবাথান আদর্শ স্কুল মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জাহিদ হাসান লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা,সাবেক মেয়র ও সংসদ সদস্য এবং জাতীয় ঐক্য ফ্রন্ট রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী ও বিএনপি মনোনীত রাজশাহী সদর আসনের প্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি শতকত আলী, সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ পিন্টু, মহানগর যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা ওয়ালিউল হক রানা।
অন্যদের মধ্যে ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শহীদ আলম, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ওয়াজির উজির, ৬নং ওয়ার্ড
বিএনপি’র সভাপতি গোলাম নবী গোলাপ, ৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান কচি, রাজপাড়া থানা জিয়া পরিষদের সভাপতি আয়েজ উদ্দিন, ৫নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি খোকন, ১নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শামীম রেজা, ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মাইনুল, ৪নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক টুটুল, ৫নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মামুন, এ্যাডভোকেট জমসেদ, ৫নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৪নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রুবেল, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আপেল, মহানগর মহিলা দলের যুগ্ম আহবায়ক অধ্যাপিকা সখিনা খাতুন ও ফেরদৌসী, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, ৫নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, যুবনেতা মিন্টু, ফকরুল, সেলিম, মিলন, রবিন, রাসেল, সালমাদ, বিপুল, মীম, রাজপাড়া থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হানুল রায়হান, সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন, ছাত্রনেতা সবুর, মীম. রবিন, তুষার, রুপোক, শুভ ও অনিকসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মিনু বলেন, বিএনপি মাটি ও মানুষের দল বিধায় শত প্রতিকুল অবস্থার মধ্যে দিয়েও বিএনপি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বিএনপিকে নি:শেষ করার জন্য বহু চক্রান্ত হয়েছে। কিন্তু অদ্যবধি কেউ পারেনি । ভবিষ্যতেও পারবেনা। বিনা ভোটে নির্বাচিত হয়ে এই সরকার স্থানীয় সরকার নির্বাচনে ভোট কারচুপি এবং জাল ভোট প্রদান করে নিজেদের প্রার্থীদের বিজয়ী করেছে। এছাড়াও সিমাহীন দুর্নীতি করে দেশকে তলাবিহিন ঝুড়িতে পরিণত করেছে। সেইসাথে খুন ও গুম করে বহু মায়ের বুক খালি করেছে। এই ধারা অব্যাহত রাখতে তারা পুনরায় তারা বিনা ভোটের নির্বাচন করার পাঁয়তারা করছে। আজ্ঞাবহ নির্বাচন কমিশন অবৈধ সরকারের নির্দেশে একের পর এক নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে। নির্বাচন কমিশন যতই সরকারের আজ্ঞাবহ কাজ করুক এবং বিএনপিকে বাধা দেওয়ার চেষ্টা করুক বিএনপি, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্য ফ্রন্ট নির্বাচন ছেড়ে যাবেনা বলে বক্তৃতায়
উল্লেখ করেন। বিএনপি জোট এই নির্বাচনে ২৫১ টি সিট নিয়ে সংসদ গঠন করবে বলে জানান তিনি। মিনু আরো বলেন, এই নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে প্রতিটি সেন্টার এবং বুথ আগের দিন থেকে পাহারা দেওয়ার জন্য শক্তিশালী সেন্টার কমিটি গঠন করার পরামর্শ প্রদান করেন। সাহসী ও দলের একনিষ্ঠ নেতাকর্মীদের নিয়ে কমিটির করার আহবান জানান তিনি। উপস্থিত নেতৃবৃন্দ সর্বশক্তি প্রয়োগ করে সেন্টার পাহারা এবং ভোট গণনা না হওয়া পর্য়ন্ত ভোট কেন্দ্র পাহারা দেবেন বলে প্রতিশ্রুতি দেন।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০