নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া মোড়ে একটি বাড়িতে ঢুকে ডাকাতি করার চেষ্টাকালে এক ডাকাতকে ধরে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা । বুধবার রাত সাড়ে ৮ টার দিকে সাগরপাড়া বটতলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা হাজতে নিয়ে যায়।
নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, ধারারো অস্ত্র নিয়ে তিনজন রেশমপট্টি এলাকার সাদেকুল ইসলাম (৬৫) নামের একজনের বাড়িতে প্রবেশ করেছিল। ওই বাড়িতে দুইজন বয়স্ক নারী-পুরুষ ছিলেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় দুইজন বাড়ির পিছন দিয়ে পালিয়ে যায়। একজনকে স্থানীয় লোকজন ধরে করে পিটুনি দিয়ে পুলিশে দেয়। গ্রেপ্তার ডাকাতের নাম নাসিম উদ্দিন (২৭)। তার বাড়ি নগরের ভাটাপাড়া এলাকায়।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০