নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে বাস থেকে পরিবহন শ্রমিক (হেলপার) দিপক দাস ওরফে মনি (২২) এর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হেলপার নাটোরের বাগাতিপাড়া উপজেলার দিলীপ দাসের ছেলে। বর্তমানে তিনি নগরীর হাজড়াপুকুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর বারো রাস্তার মোড় এলাকায় অবস্থিত লালুর গ্যারেজে থাকা আরএপি চ্যালেঞ্জার নামের বাস থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মনি ওই বাসের হেলপার ছিলেন। গত ৪ দিন ধরে ওই বাসের কোন ট্রিপ ছিলনা।
পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গত ১০ দিন আগে দিপক দাস কাজে লেগেছিলেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, নিহত বাস হেলপার মনি গত ১০ দিন আগে বাগাতিপাড়া থেকে রাজশাহী এসে রাজশাহী টু ঢাকায় চলাচলকারী আরএপি চ্যালেঞ্জার নামের ওই বাসে হেলপারি শুরু করেন। গত ৪ দিন ধরে বাসটির কোন ট্রিপ ছিলোনা। রাতে তিনি কালুর গ্যারেজে থাকা বাসে শুয়ে থাকতেন ও দিনের বেলায় বাড়িতে থাকতেন। গত বুধবার
রাত ১০টার দিকে হেলপার মনি গ্যারেজের ওই বাসে উঠেন। রাত ১০টা থেকে সকাল ৬টার মধ্যে কে বা কারা তাকে গলা কেটে হত্যা করে। দুপুরের আগে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। তার স্বজনকে খবর দেয়া হয়েছে। আইন অনুযায়ী তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০