নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে দুই বস্তা রাজস্ব ফাঁকি দেয়া ভারতীয় কসমেটিকস্ সামগ্রী ও নারীসহ দু’জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, নগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনি রবের মোড় এলাকার নুরুল ইসলামের ছেলে বাবলু মিয়া (৪৫) ও নগরীর ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকার মৃত মনতাজ আলীর স্ত্রী হাসিনা (৩০)। বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাদের নগরীর আলিফ লাম মীম ভাটার মোড় এলাকার রাস্তায় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করে চন্দ্রিমা থানা পুলিশ। উদ্ধার ভারতীয় কসমেটিকস্ সামগ্রীর মধ্যে রয়েছে, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, বেটনোভেট ক্রিম, মুভ
ক্রিম ও হরলিক্সসহ বিভিন্ন সামগ্রী। এ তথ্য নিশ্চিত করে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ ওসি সিরাজুম মনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে আলীফ লাম মীম ভাটার মোড়ে অবস্থান নিয়ে নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বাসে অভিযান চালিয়ে দুই বস্তা ভারতীয় কসমেটিকস্সহ এক নারী ও এক পুরুষকে আটক করি। তারা দিনাজপুরের হিলি বর্র্ডার দিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে এসব সামগ্রী নিয়ে আসছিল। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০