রাজশাহী মহানগরীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জামান হোসেন (৩০) নামের একজন নিহত ও ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর একজনের মৃত্যু হয়েছে। বাকিরা চিকিৎসাধীন রয়েছে।
রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এরফান গ্রুপের একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৯১৩৭) নওদাপাড়া থেকে কাশিয়াডাঙ্গা দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি সিটি হাট এলাকায় পৌঁছালে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী গামী একটি যাত্রীবাহী
বাস খান পরিবহন (নারায়গঞ্জ-জ ০৪-০০১১) এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। মূলত রাস্তার পাশে ফেলা আবর্জনার ধোয়া থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮/৯ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তার নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০