নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর কাটাখালিতে বাস-ট্রাক অতিক্রম করার সময় চাপায় রাজশাহী কলেজ ছাত্র ফিরোজের হাত বিচ্ছিন্ন হওয়ায় বাসটিকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১১টায় রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল থেকে বাসটি আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর গোলাম রুহুল কুদ্দুস বলেন, বগুড়া থেকে রাজশাহীগামী যে বাসটিতে চড়ে আসার সময় কলেজ
ছাত্র ফিরোজের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে সেই বাসটি আটক করা হয়েছে শনিবার রাতে। এ ঘটনায় ফিরোজের বাবা মাহফুজুর রহমান বাদী হয়ে কাটাখালি থানায় একটি মামলা দায়ের করেছে। সেই মামলায় বাসটি আটক করা হয়েছে। তবে চালকসহ অন্যরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে বগুড়া থেকে রাজশাহীগামী একটি বাসে করে রাজশাহী যাচ্ছিল কলেজ ছাত্র ফিরোজ। বাসটি কাটাখালি পৌরসভা ভবনের সামনে পৌঁছালে রাজশাহীর দিক থেকে যাওয়া বালুবাহি একটি ট্রাক ক্রসিং করে। বাস ও ট্রাক পার হওয়ার পর স্থানীয়রা একটি কাটা হাত পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতটি উদ্ধার করে হাসপাতালে
পাঠিয়ে দেয়। ট্রাকটির খোঁজ পাওয়া যায়নি। তবে কিভাবে তার হাত বিচ্ছিন্ন হয়ে গেছে তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে হাতটি বাইরে থাকায় এ ঘটনা ঘটেছে। কলেজ ছাত্র ফিরোজের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। পরে অপারেশন হলেও তার হাত জোড়া লাগানো যায়নি। বর্তমানে ফিরোজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ফিরোজের বাড়ি বগুড়ার নন্দীগ্রামে। তিনি রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০