নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর দেওয়ানপাড়া এলাকায় বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারী-পুরষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ফিরোজা (৩০), জবদুল, সাব্বির, ফারুক, তোফাজ্জ্বল, মাসুদ রানা, তসলিমা। অন্য একজনের নাম পাওয়া যায়নি।
জানা গেছে, রাজশাহী থেকে একটি যাত্রীবাহী বাস বাঘা-চারঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বাসটি নগরীর মতিহার থানাধীন দেওয়ানপাড়া এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা নারী-পুরুষসহ ১০ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে। বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। আহতদের মধ্যে ফিরোজার অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছে।
এ বিষয়ে মতিহার থানার ওসি মেহেদী হাসান রন্টু বলেন, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০