নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে বন্ধুরে ছুরিকাঘাতে বন্ধু খুন হওয়ার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, নিহত ইমনের বন্ধু ও চারকুটায় অবস্থিত ইউসেফ স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র হৃদয়, হানিফ ও অন্তরসহ চারজন। এ ঘটনায় নিহতের বাবা আব্দুস সালাম বাদী হয়ে বৃহস্পতিবার গভীর রাতে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আটক চারজন ছাড়াও অজ্ঞাতনামা আরো ১/২ জন আসামী রয়েছে। শুক্রবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে জানাজা শেষে কবরস্থানে তাকে দাফন করা হয়। ৮ম শ্রেণীতে পড়ুয়া ছেলেকে হারিয়ে পিতা-মাতা ও তাদের স্বজন শোকে
হত বিহম্বল হয়ে পড়েছে। এ তথ্য নিশ্চিত করে নগরীর কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মনসুর আলী আরিফ বলেন, স্কুলছাত্র ইমন হত্যার ঘটনায় তার বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১/২ জন আসামী রয়েছে। আসামীদের মধ্যে ৪ জনকে আটক করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করে ১৬৪ ধারায় জবানবন্দীর আবেদন করা হয়েছে। ঠিক কি কারণে এই হত্যার ঘটনা তা এখনো বলা যাচ্ছে না। আদালতে জবানবন্দী দিলে প্রকৃত তথ্য জানা যাবে। উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার নিজ স্কুলে বন্ধুদের ছুরিকাঘাতে খুন হয় ৮ম শ্রেণীর ছাত্র ইমন।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০