রাজশাহী মহানগরীর অদূরে কাটাখালিতে ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু ও আরো ২ জন দগ্ধ হয়ে আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বিকেলে রাজশাহী মহানগরীর অদূরে নগরীর চক কাপাশিয়ায় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, রাজশাহীর কাটাখালি থানার চককাপাসিয়া গ্রামের আজম আলীর স্ত্রী মুক্তা বেগম (৩৫), একই এলাকার কাবিল উদ্দিনের স্ত্রী আলেয়া বেগম (৫৫), চক কাপাসিয়া এলাকার মাহমুদের ছেলে সোহান ও একই গ্রামের জনির ছেলে পরশ (৮)। আহতরা হলো, চক কাপাসিয়া এলাকার জীবন (৫) ও ভুট্টু (২০)। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, সোমবার বিকেলে বৃষ্টি ও ঝড়ের সময় নিহত নারী ও শিশু এবং আরো কয়েকজন বাগানে আম কুড়াতে যায়। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই নারী নিহত ও শিশুসহ ৪ জন দগ্ধ হয়। তিন শিশু ও এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। বাকি ২ জন হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের চিকিৎসা চলছে।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রুহুল আমিন বলেন, হাসপাতালে
বজ্রপাতে আহত হয়ে ৪ জন আসে। এরমধ্যে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করে ও বাকি ২ জনকে ওয়ার্ডে পাঠিয়ে দেয়। লাশ মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়।
আরএমপির কাটাখালি থানার অফিসার ইনচার্জ ওসি নুর আলম সিদ্দিকি বলেন, বজ্রপাতে ঘটনাস্থলে দুই নারী মারা গেছে। হাসপাতালে যে ২ জন শিশুর মৃত্যু হয়েছে তারা ও এরা আত্মীয়। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০