রাজশাহীতে বৃষ্টিতে গোসল করতে গিয়ে এক কলেজ শিক্ষার্থী বজ্রপাতে মৃত্যু হয়েছে ।রোববার (১৮ জুন) বিকেলের দিকে মহানগরীর হেতমখাঁ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ওই কলেজ শিক্ষার্থীর নাম সাহাবুল রাজশাহী কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী । তিনি মোহনপুর ভাতুড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাহাবুল বিকেলে গোসল করতে হেতেমখাঁ এলাকার রাতের মায়া হোষ্টেলের ছাদে গেলে সেখানে আকস্মিক বজ্রপাত তিনি গুরুতর আহত হয়।
পরে তাকে সহপাঠি ও স্থানীয় লোকজন উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারকে মৃতদেহ বুঝিয়ে দেয়া হবে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০