ওমর ফারুক :
রাজশাহীতে চলতি বছরে দেশের সর্বনি¤্ন তাপমাত্রা ৫ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রোববার সকালে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।
সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ১০০ শতাংশ।
প্রতিদিনই তাপমাত্রার পরিমাণ কমছে। এতে করে শিশু ও বৃদ্ধসহ ছিন্নমূল মানুষরা ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন।
কনকনে ঠান্ডা পড়লেও হত দরিদ্রদের মাঝে এখানো সরকারের পক্ষ থেকে কোন গরম কাপড় বিতরণ শুরু হয়নি।
যার কারণে এসব মানুষ রাজনৈতিক নেতা ও সরকারি কম্বল পাওয়ার আশায় মুখ চেয়ে রয়েছে। এদিকে, গত সপ্তাহ থেকেই প্রতিদিন তাপমাত্রার পরিমাণ কমছে। এ বছরে
যথাক্রমে রাজশাহী তাপমাত্রা সর্বনিম্ন ছিল ১০ দশমিক ৫ ডিগ্রী, ৮ দশমিক ৫ ডিগ্রী ও গতকাল শনিবার ৫ দশমিক ৮ ডিগ্রী এবং আজ রোববার ছিল ৫ দশমিক ৩
ডিগ্রী।
সর্বনিম্ন তাপমাত্রায় মানুষ জবুথুবু হয়ে পড়েছে।
শীতের কারনে খেটে খাওয়া মানুষ কাজের সন্ধানে বাইরে বের হতে পারছেন না।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। সূর্য উঠলেও শীতের তীব্রতা কমেনি।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, রোববার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ১০০ শতাংশ।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০