বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের টেনিস আসরের উদ্বোধন করা হয়েছে। ৩ এপ্রিল সকাল খেলা শুরু হবে। চলবে ৯ এপ্রিল পর্যান্ত। আজ শুক্রবার বিকালে রাজশাহী নগরীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে বেলুন-ফেস্টুন উড়িয়ে টেনিস এই আসর উদ্বোধন করেন, রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর, পুলিশের রাজশাহী
রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ( বিটিএফ) সহ-সভাপতি মোহাম্মদ আলী দ্বীন। আর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের চেয়ারম্যান ড. গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেক্রেটারি এহসানুল হুদা দুলু।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলর নিযাম উল আযীম, ডেভিস কাপের সাবেক খেলোয়াড় ইয়াসিন হুদা সাকিব ও তাসাহুর কলিন্স,অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের যুগ্ম সম্পাদক হাসিনুর রহমান টিংকু, টুর্নামেন্ট ডাইরেক্টর মো. খসরু, নির্বাহী সদস্য মাহসুদুল হক রোকন, শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে আকাশে ১০১টি বেলুন উড়ানো হয়। সেইসাথে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে নিয়ে একটি নৃত্য পরিবেশন করা হয়। ঢাকা, রাজশাহী, রংপুর ও বিকেএসপিসহ বিভিন্ন জেলার ১২৪ জন টেনিস খেলোয়াড় এই আসরে অংশগ্রহণ করছে। সন্ধ্যায় টেনিস কমপ্লেক্স চত্বরে আতশবাজি করা হয়।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০