নিজস্ব প্রতিবেদক : রাজশাহীসহ আশেপাশের জেলা ও উপজেলায় বিপুল উৎসাহ-উদ্বীপনার মধ্য দিয়ে পাঠ্যপুস্তক উৎসব-২০২০ অনুষ্ঠিত হয়েছে। এরই মাধ্যমে শিক্ষার্থীরা হাতে হাতে পৌছে গেছে নতুন বই। নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা রাজশাহী অঞ্চলের আয়োজনে নগরীর অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে পাঠ্যপুস্তবক উৎসবের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর ড. সেলিম হোসেন, প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগের উপ-
পরিচালক আবুল কালাম আজাদ ও রাজশাহী জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল ইসলাম ও শুভেচ্ছা বক্তব্য দেন গভর্নিং বডির সভাপতি মোশারফ হোসেন বাচ্চু। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে পাঠ্যপুস্তবক উৎসবের উদ্বোধন করেন মেয়র। এরআগে বর্ণিল আয়োজন ও ফুলেল শুভেচ্ছায় অতিথিদের বরণ করেন নেন শিক্ষার্থীরা।
সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন। রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হাকের সভাপতিত্বে উক্ত স্কুলে বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা তৌহিদ আরা। এরপর রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন মেয়র। লোকনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফিরোজা বেগমের সভাপতিত্বে এই বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০