নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ইব্রাহিম হোসেন (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা করেছে। গত বুধবার রাতের কোনো একসময় নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে সে আত্মহত্যা করে। মৃত ওই এএইচএসসি পরীক্ষার্থী রাজশাহী মহানগরীর ডাশপুকুর এলাকার ফিরোজ আহম্মেদের ছেলে। এবার সে বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ দিচ্ছিলো। মৃত ইব্রাহিমের বন্ধু সৌরভ শেখ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত ১০ এপ্রিল অর্থনীতি প্রথমপত্র পরীক্ষা ভালো হয়নি তার। এ কথা অন্যদেরও জানিয়ে ছিলো ইব্রাহিম। হয়তো এ কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে। কিন্তু হঠাৎ করে সে এমন সিদ্ধান্ত নেবে তারা কেউ ভাবতে পারেনি। জানতে চাইলে মহানগরীর রাজপাড়া থানার এসআই শিরিন আক্তার বলেন, ইব্রাহিম নামে ওই এইচএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার লাশ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে বিকেলের মধ্যেই ইব্রাহিমের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলেও জানান এই পুলিশ
কর্মকর্তা। এদিকে এইচএসসি পরীক্ষার্থী ইব্রাহিমের আত্মহত্যার ঘটনাটি মোটেও স্বাভাবিক নয় বলে এর সুষ্ঠু তদন্ত দাবি জানিয়েছেন তার বাবা ফিরোজ আহম্মেদ। তার তার ধারণা এ ঘটনায় অন্য কারো প্ররোচনা থাকতে পারে। তাই ঘটনার গভীরে গিয়ে পুলিশ তদন্ত করলে তা বেরিয়ে আসবে। এর আগে ইব্রাহিম তার ফেসবুক আইডি থেকে একটি প্রতীকী মরদেহের ছবি দিয়ে স্ট্যাটাস দেন। তিনি লিখেন, এই দিনটা মানুষকে দেখানোর অপেক্ষায়। এর কিছুক্ষণ পর নাফি অপূর্ব নামে তার এক ফেসবুক বন্ধু লিখে পোস্টটি ডিলেট কর, নেক্সট টাইম এমনটা যেন না হয়, তোমাকে ভালবাসি আর কে বাসে না সেটি জানি না, বাট আই লাভ ইউ ব্রাদার, জাবাবে ইব্রাহিম লিখে আমি তোকে অনেক ভালবাসি রে ভাই, কিছু করার নাই।
খবর ২৪ ঘন্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০