নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ৩৮ বোতল ফেন্সিডিল ও ৫টি বিদেশী ধারালো ছুরিসহ আশরাফুর রহমান ওরফে বুলু (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী নগরীর রাজপাড়া থানার পূর্ব মহিষবাথান এলাকার মৃত বজলার রহমানের ছেলে। গতকাল রোববার বিকেল ৩টার দিকে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন
সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নগরীর মহিষবাথান এলাকার এক মাদক ব্যবসায়ী ফেন্সিডিলসহ নিজ বাড়িতে অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক র্যাবের একটি দল মহিষবাথান এলাকার বুলুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে ৩৮ বোতল ফেন্সিডিল ও ৫ টি নেপালের তৈরি ধারালো ছুরিসহ আটক করে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩৩ হাজার ৪৪০ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আরো জানানো হয়।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০