নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ২০০ বোতল ফেন্সিডিল সহ একজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকালে তাকে নগরীর ডাশমারী এলাকা থেকে আটক করা হয়। তবে ডিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র এসি আল আমিন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিবি জানায়, মঙ্গলবার সকালে নগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম এর নেতৃত্বে গোয়েন্দা একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মতিহার থানাধীন ডাঁশমারী মধ্যপাড়া এলাকার নবির বাড়ীর পেছনে পৌঁছালে ডাঁশামারী এলাকার ৪ জন চোরাকারবারী নম্বর প্লেট বিহীন পালসার মোটরসাইকেল ও একটি বস্তা ভর্তি অবস্থায় ২০০ বোতল আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল ফেলে পালানোর চেষ্টা করে। এ সময় ডিবি তাকে করে। পরে তাদের মতিহার থানায় সোপর্দ করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০