নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ৯৫ বোতল ফেন্সিডিলসহ সাইমা বেগম (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেল ৫টার দিকে তাকে আরএমপির এয়ারপোর্ট থানার বারইপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটক নারী মাদক ব্যবসায়ী বারইপাড়া এলাকার লালন ইসলামের স্ত্রী।
পুলিশ জানায়, নগরীর এয়ারপোর্ট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এয়ারপোর্ট থানার বারইপাড়া এলাকার লালনের বাড়িতে ফেন্সিডিল রয়েছে। বিষয়টি জানতে পেরে এয়ারপোর্ট থানার ওসি রাজিবুল ইসলামের নের্তৃত্বে এসআই মতিউর, এএসআই মিনারুল ও এএসআই জাকির সঙ্গীয় ফোর্সসহ তৎক্ষণাৎ লালনের বাড়িতে অভিযান চালায়। পুলিশ লালনের বাড়ির গোয়াল ঘরে কার্টুনের মধ্যে থাকা ৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার ও সাইমাকে ৯৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে। লালন পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে। লালনের নামে থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এয়ারপোর্ট থানা পুলিশ মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি মো. রাজিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারী মাদক ব্যবসায়ী সাইমাকে ৯৫ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়েছে। তার স্বামীকেও আটকের চেষ্টা করা হচ্ছে। থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০