নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে ২৪০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, রাজশাহীর চারঘাট উপজেলার রাওথা গ্রামের সালামের ছেলে আফজাল হোসেন বাহাদুর (২২) ও একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন (৩০)। আজ রোববার দুপুর ২টার দিকে উপজেলার রাওথা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের একটি দল
কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার এস, এম, ফজলুল হক এর নেতৃত্বে রাজশাহী জেলার চারঘাট থানাধীন রাওথা গ্রামস্থ এলাকায় অভিযান চালিয়ে ২৪০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সাদ্দাম ও আফজালকে আটক করে। এ সময় মাদক বিক্রির ১৮৫০০ টাকা উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা বিক্রির জন্য ফেন্সিডিলগুলো নিজের হেফাজতে রেখেছিল বলে জানিয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আরো জানানো হয়।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০