নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ফুটপাত দখল করে বসা অবৈধ দোকান উচ্ছেদ করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে নগরীর সাহেব বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান চালায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
সূত্রে জানা গেছে, মার্কেটের ব্যবসায়ীরা নিজ দোকানের সামনে হকারদের জায়গা ভাড়া দিয়ে দোকান চালাতে। ফুটপাত ভাড়া দিয়ে মাস শেষে ভাড়া আদায় করে আসছে দোকানিরা। সাহেব বাজার এলাকা রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র হওয়ায় সেখানে প্রতিদিন ব্যাপক লোকের সমাগম হয়। হকাররা ফুটপাত ও রাস্তা দখল করে বসানোয় পথচারী ও যানবাহন চালকরা যানযটের মধ্যে পড়েন। যানযটের মধ্যে পড়ে ব্যাপক সমস্যার সম্মুখিন হতে হয় তাদের। এ নিয়ে পথচারী ও নগরবাসীর পক্ষ থেকে ব্যাপক অভিযোগ রয়েছে।
দীর্ঘদিন ধরে ফুটপাত ব্যবসায়ীরা রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসছে। মাঝেমধ্যে পুলিশ অভিযান চালিয়ে উঠিয়ে দিলেও তারা আবার বসে যায়। পুলিশ দুপুরে উঠিয়ে গেলে বিকেলে আবার তারা বসে যায়।
সাহেব বাজারে ভিড় থাকলেও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা রাস্তার উপর ভ্যান রেখে ব্যবসা করে। যাতে আরো যানযটের সৃষ্টি হয়।
আব্দুল্লাহ নামের এক পথচারী অভিযোগ বলেন, পুলিশ মাঝেমধ্যে অভিযান চালিয়ে উঠিয়ে দিলেও আবার তারা বসে যায়। তাই স্থায়ীভাবে তাদের উঠিয়ে দেওয়া দরকরা। স্থায়ীভাবে যাতে দোকান উচ্ছেদ হয় সে বিষয়ে পুলিশের নজর দেওয়া উঠিত।
অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম। আরো উপস্থিত ছিলেন, বোয়ালিয়া থানার ওসি আমান্ল্লুাহ ও টিআই-১ মোফাক্কারুলসহ সঙ্গীয় ফোর্স।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০