নিজস্ব প্রতিবেদক : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহি শক্তিশালী করণের লক্ষ্যে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগীয় সদর দপ্তরে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগীয় সদর দপ্তরে ভারপ্রাপ্ত উপ-পরিচালক আব্দুর রশিদ। উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগীয় সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন, সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ, ওয়ার হাউজ ইন্সপেক্টর আবু সামা, রবিউল আওয়াল, সিফাত হোসেন, ফায়ার
সার্ভিস ও সিভিল ডিফেন্স বিশ^বিদ্যালয় স্টেশনের স্টেশন অফিসার মাসুদ রানা, নওহাটা স্টেশনের স্টেশন অফিসার রেজাউল করিম, রাজশাহী রয়্যাল হাসপাতালের প্রতিনিধি হেদায়তুল ইসলাম, গুল গফুর পেট্রোলিয়ামের প্রতিনিধি সিদ্দিক আলী, ল্যাব এইড লি: এর প্রতিনিধি নূর শাফায়েতুল আলম, বসুন্ধারা গ্যাস ডিপোর প্রতিনিধি হাসান ইকবাল প্রমুখ।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০