সবার আগে.সর্বশেষ  
ঢাকামঙ্গলবার , ২৬ জানুয়ারি ২০২১
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে প্রেমের সম্পর্কে দৈহিক মিলনের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, যুবক আটক

khobor
জানুয়ারি ২৬, ২০২১ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে কলেজ ছাত্রীর সাথে প্রেমের সম্পর্কের জের ধরে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ৩ লাখ টাকা আদায় ও ব্ল্যাকমেইলের ঘটনায় হারুনুর রশিদ (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা গ্রামের সাধারণ প্রামাণিকের ছেলে। সোমবার রাতে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে আটক করে। এ নিয়ে আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, কলেজ ছাত্রী জোসনা খাতুন (ছদ্মনাম) বোয়ালিয়া থানায় গিয়ে অভিযোগ করেন বিকাশ ব্যবসায়ী হারুন-অর-রশিদ এর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। সেই জের ধরে তাদের দৈহিক মেলামেশা হয়। বিভিন্ন সময়ে তার অজান্তে অশ্লীল ছবি ও ভিডিওচিত্র ধারণ করে তার প্রেমিক।

মন মালিন্য হওয়ায় তাদের মধ্যে আর কোন সম্পর্ক নাই। চলতি জানুয়ারি মাসের ১১ তারিখ বিকেলে তিনি জানতে পারেন, তার সাবেক প্রেমিক হারুন মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন নামে একটি ফেসবুক আইডি দিয়ে  অশ্লীল ছবি ও ভিডিওচিত্র বিভিন্ন মানুষের  ব্যক্তিগত মেসেঞ্জারে পাঠাচ্ছে। বিষয়টি তাকে অবহিত

সম্মেলনে বক্তব্য রাখছেন আরএমপি কমিশনার

করলে সে এটি মুছে ফেলার জন্য তিন লাখ টাকা চাঁদা দাবি করে। দাবি অনুযায়ী তিন লাখ টাকা প্রদান করেন তিনি। কিন্তু এরপরও আসামি বিভিন্ন সময়ে সেই অশ্লীল ছবি ও ভিডিওচিত্র ফেসবুকে ছাড়ছে । এছাড়াও ভয়-ভীতি দেখে আরো টাকা দাবি করছে।

মামলার পর আরএমপি সাইবার ক্রাইম ইউনিট থেকে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আসামি হারুন-অর-রশীদকে তার গ্রাম থেকে আটক করে। তার কাছে থাকা পর্ণগ্রফি উদ্ধার করা হয়। ওই কলেজ ছাত্রী ও বিকাশ ব্যবসায়ীর মধ্যে দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর গোলাম রুহুল কুদ্দুস, বোয়ালিয়া জোনের এডিসি তৌহিদুল, বোয়ালিয়া মডেল থানার এসি ফারজানা নাসরিন প্রমুখ।

এস/আর

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।