নিজস্ব প্রতিবেদক :
প্রেমের সম্পর্কের জের ধরে দুই স্কুলছাত্রীকে অপহরণের পর তাদের ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা পুলিশ তাদের গাবতলী এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, নগরীর ছোট বনগ্রামের ইমাম আলীর ছেলে আলামিন হোসেন ও বড় গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মনির হোসেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। শনিবার অপহরণ হওয়া স্কুলছাত্রীদের ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে আসা হয়। চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবীর জানান, রাজশাহী মহানগরীর আসাম কলোনীর সপ্তম ও তৃতীয় শ্রেণিতে পড়–য়া দুই ছাত্রী আঁখি আখতার (১২) ও রুমানা খাতুনকে (১৪) যথাক্রমে ছোট বনগ্রামের ইমাম আলীর ছেলে আলামিন হোসেন ও বড় গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মনির হোসেন প্রেমের সম্পর্কের জের ধরে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে রাস্তা থেকে চলতি মাসের গত ১০
তারিখ ঢাকার উদ্দ্যেশে রওনা হয়। এরপর পরিবারের লোকজন তাদের না পেয়ে থানায় লিখিত অভিযোগ করে। এরপর মোবাইল ট্র্যাকিং করে অপহরণকারী দুই জনকে সনাক্ত করেন চন্দ্রিমা থানা পুলিশ। পরে গাবতলী পুলিশ ফাঁড়ির সহায়তার গত শুক্রবার সকালে তাদেরকে আটক করা হয়। শনিবার সকালে তাদের থানায় নিয়ে আসা হয়। অপহরণকারীদের বিরুদ্ধে ধারা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধণী ২০১৩ এর ৭ ধারায় মামলা করা হয়। পরে গ্রেফতারকৃতদের বয়স ১৮ বছরের এর নিচে হওয়ায় শিশু শোধনাগারে পাঠানো হয়। দুই কিশোরীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০