নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর বেলপুকুর থানাধীন ভাংড়া এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে চালকসহ দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামো নিমগাছি এলাকার মৃত মোসলেমের ছেলে নিয়ামত আলী (৫৫) ও বগুড়া জেলার আদমদিঘী উপজেলার নসরতপুর গ্রামের মৃত আশরাফ সর্দারের ছেলে আব্দুল মান্নান সর্দার (৫৮)। আজ রোববার সকাল ৮টার দিকে আরএমপির বেলপুকুর থানাধীন ভাংড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
বেলপুকুর থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম মোস্তফা জানান, রোববার সকাল ৮টার দিকে প্রাইভেট কার যোগে বগুড়া থেকে নিয়ামত ও মান্নান রাজশাহীর দিকে যাচ্ছিলেন। পথে তারা ভাংড়া নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের মাঝে হস্তান্তর করা হবে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০