নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে প্রাইভেট কার থেকে ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ১৩ অক্টোবর সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর শাহমখদুম থানা পুলিশের একটি দিল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়বনগ্রাম ফুলতলা এলাকা থেকে সাদা রং এর একটি প্রাইভেটকারে থাকা ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃরা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শিবনারায়ন গ্রামের ফজরের ছেলে বকুল (৩০) ও নগরীর
বড় বনগ্রাম এলাকার শামসুল মিয়ার ছেলে মজিবুর রহমান (২৯)। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৩ লক্ষ ৫০ হাজার টাকা মাত্র। জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে শাহমখদুম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের আিদালতে প্রেরণ করা হয়েছে। প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০