নিজস্ব প্রতিবেদক :
রাজধানী ঢাকার পর এবার শিক্ষানগরী রাজশাহীতে প্রথম প্রসূতির ব্যথামুক্ত নরমাল ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়েছে। চলতি মাসের ৯ ফেব্রুয়ারী সকালে রাজশাহী রয়্যাল হাসপাতালে প্রসূতি রিফাত জাহান নিরা (২৬) এর নরমাল ডেলিভারি সফলভাবে সম্পন্ন করা হয়। চিকিৎসকরা ইপিডুরাল ওয়াকিং এ্যানেসথেসিয়া প্রক্রিয়ার মাধ্যমে এ কাজ সম্পন্ন করেছেন। এ প্রক্রিয়ায় নরমাল ডেলিভারিতে প্রসূতি কোনো ধরণের ব্যথা পান না এবং প্রসূতির প্রসবকালীন ব্যথা প্রশমিত করার মাধ্যমে ডেলিভারি করানো সম্ভব হয়। যার কারণে অল্প সময়ের মধ্যে প্রসূতি চলাফেরা ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। সিজারিয়ানের মাধ্যমে প্রসূতির ঝুঁকি থাকলেও ইপিডুরাল ওয়াকিং এ্যানেসথেসিয়া প্রক্রিয়ায় তা একেবারেই নেই। প্রসূতির সুস্থ্য ও স্বাভাবিক জীবনযাপনের লক্ষ্যেই এ্যানেসথেসিয়া চিকিৎসক ডা. মোহাম্মদ আলী চৌধুরী ও তার টিম রাজশাহীতে প্রথবারের মতো গাইনী চিকিৎসকের সহযোগিতায় এ
কাজ সম্পন্ন করেছেন। ইপিডুরাল ওয়াকিং এ্যানেসথেসিয়া প্রক্রিয়ার মুল এ্যানেসথেসিয়া চিকিৎসক ডা. মোহাম্মদ আলী চৌধুরী জানান, প্রসূতিদের ব্যথামুক্ত সন্তান প্রসবের বিষয়টি মাথায় রেখে রাজশাহীতে প্রথমবারের মতো চলতি মাসের ৯ তারিখ সকালে রিফাত জাহান নিরা নামের এক প্রসূতির প্রথম ইপিডুরাল ওয়াকিং এ্যানেসথেসিয়ার মাধ্যমে নরমাল ডেলিভারি করা হয়। ওই প্রসূতি গাইনী চিকিৎসক ডা. শারমিন রাজ্জাক মুনমুনের তত্ত্বাবধানে ছিলেন। এ ছাড়াও অধ্যাপক ডা. ইন্তেখাব আলম ও অধ্যাপক ডা. লতিফুর রহমান সহযোগিতায় ছিলেন। তিনিসহ তার পাঁচ সদস্য বিশিষ্ট টিম এ নরমাল ডেলিভারি সম্পন্ন করেন। ৬ থেকে ৮ ঘণ্টার
মধ্যে এ প্রক্রিয়ায় নরমাল ডেলিভারি করানো সম্ভব হয়। আগে ঢাকায় এ প্রক্রিয়ায় নরমাল ডেলিভারি হলেও এখন রাজশাহীতে শুরু করা হয়েছে। ঢাকায় এর খরচ ৭০ থেকে ৮০ হাজার টাকা হলেও রাজশাহীতে প্রসূতির ২০ থেকে ২৫ হাজার টাকায় এ প্রক্রিয়ায় নরমাল ডেলিভারী করা সম্ভব হবে। ইপিডুরাল ওয়াকিং এ্যানেসথেসিয়া এর মাধ্যমে প্রসূতির প্রসবকালীন ব্যথা প্রশমিত করে স্বাভাবিক প্রসব প্রক্রিয়া নিশ্চিত করা হয় এবং এতে রোগীর অপারেশনকালীন ও পরবর্তী ঝুঁকি এড়িয়ে স্বাভাবিক জীবনযাপন সম্ভব। এ প্রক্রিয়ায় পুরো সময় প্রসূতি ও বাচ্চাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে উভয়ের সুস্থতা নিশ্চিত করাই লক্ষ্য বলে তিনি আরো জানান।
খবর ২৪ ঘণ্টা/আরএস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০