নিজস্ব প্রতিবেদক :
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাজশাহী মহানগরীতে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা। মঙ্গলবার সকালের পর থেকেই শুরু হয় প্রতীমা বির্সজন। নগরীর ফুদকিপাড়া সংলগ্ন মুন্নুজান স্কুল মাঠের পাশ্ববর্তী পদ্মা পাড়ে এ কার্যক্রম শুরু হয়। বিভিন্ন মন্ডপ থেকে প্রতীমা নিয়ে এসে প্রতীমা বিসর্জন দেওয়া হয়। বিসর্জনের আগে বিজয়া দশমী তিথিতে দেবী দুর্গাকে বিদায় জানানো ও সিঁদুর উৎসব অনুষ্ঠিত হয। ঢাক ঢোল পিটিয়ে দেবী দুর্গাকে জানানো হয় শেষ শ্রদ্ধা। সকাল থেকে নগরীর পদ্মা নদীতে একে একে বির্সজন দেওয়া হয় প্রতীমাকে। রাত ৮টার আগেই প্রতীমা বিসর্জনের সময়সীমা বেঁধে দেয় পুলিশ। বিসর্জন স্থলে
মুন্নুজান স্কুল মাঠ জুড়ে অসংখ্য ভক্তদের ঢল নামে। দেবী দুর্গাকে বিসর্জন দিতে ভীড় জমান শিশু, কিশোর-কিশোরীরাও। দেবী দূর্গাকে বিসর্জন আর প্রার্থনা চাইতে শেষ বারের মত আসেন তারা। প্রতীমা বিসজর্ন স্থলে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দলও ছিল। বিসর্জনের সময় যাতে পানিতে পড়ে কেউ দুর্ঘটনার শিকার না হয় এ জন্য ডুবুরি দল প্রস্তুত ছিল। উল্লেখ্য, এবার দুর্গা পূজায় যেকোন ধরণের অপ্রিতীকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেনে নেওয়া ব্যাপক প্রস্তুতি। পূজা মন্ডপগুলোতে আনসারের পাশপাশি পুলিশ সদস্যও মোতায়েন ছিল। কোন ধরণের অপ্রিতীকর ঘটনা ছাড়াই রাজশাহীতে দুর্গা পূজা শেষ হয়।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০