নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে প্রতিপক্ষের হামলায় নিহত সেলিম হত্যার ঘটনায় আব্দুস সামাদ (৩০) নামের এক আসামীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর ২টার দিকে আরএমপির কর্নহার থানার পাকুরিড়া গ্রাম থেকে আটক করে শাহমখদুম থানা পুলিশ। আটক আসামী নগরীর শাহমখদুম থানার ভুগরইল পশ্চিমপাড়া এলাকার নওশাদের ছেলে। সে হত্যা মামলার ১৬ নং আসামী। এর আগে আরো ৪ জন আসামীকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ
পারভেজ বলেন, যুবক হত্যার ঘটনায় মামলার ১৬ নং আসামী সামাদকে আটক করা হয়েছে। তাকে পাকুড়িয়া থেকে আটক করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে আব্দুল হান্নানের বাড়িতে প্রতিপক্ষরা হামলা চালিয়ে পিতা-পুত্রকে আহত করে। হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেলিম মারা যায়। ওই দিনই পুলিশ অভিযান চালিয়ে দুই দফায় ৪ জনকে আটক করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০