নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় সেলিম নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশের হাতে আটককৃতরা হলো, শাহমখদুম থানার ভুগরই এলাকার জোহরুল, রাকিবুল, মন্টু ও সেন্টু। যুবক সেলিমের মৃত্যুর ঘটনায় তার বাবা আব্দুল হান্নান বাদী হয়ে নগরীর শাহমখদুম থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃতদের সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার দুপুরে নিহতের লাশের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের
কাছে হস্তান্তর করে পুলিশ। বিকেলে জানাজা শেষে কবরস্থানে দাফন করা হয়।
এ তথ্য নিশ্চিত করে শাহমখদুম থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবক মৃত্যুর ঘটনায় মোট চারজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত ২৬ জুলাই
বিকেলে সেলিম ও তার বাবা হান্নান প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেলিমের মৃত্যু হয়।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০