নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে প্রতিপক্ষের হামলায় আহক যুবক সেলিম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত যুবক নগরীর শাহমখদুম থানার ভুগরইল পশ্চিমপাড়া এলাকার হান্নানের ছেলে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের বাবা হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার ৮ নং ওয়ার্ডে সেলিম নামের একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে নগরীর শাহমখদুম থানার অফিসার ইনাচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, মৃত্যুর বিষয়টি আমার জানা নেই। থানায়
কেউ লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৬ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে ঈদের দিন নামায পড়াকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার সাজ্জাদ, ভোমর, সুমন, সুজন, আসাদ ও সাজুসহ বেশ কয়েকজন হান্নান ও তার ছেলে সেলিমকে কুপিয়ে আহত করে। এরপর পরিবারের লোকজন তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি হাসুয়া উদ্ধার করে। এরপরই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেলিমের মৃত্যু হয়।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০